ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

শ্রমিকদের বেতন বকেয়া রেখে চম্পট দেওয়ার অভিযোগে পোশাক কারখানার পরিচালক গ্রেপ্তার

শ্রমিকদের বেতন বকেয়া রেখে চম্পট  দেওয়ার অভিযোগে এক পোশাক কারখানার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার মিরপুরের রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং-এর এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মরিয়ম হোসেন সাভারের বিরুলিয়ায় অবস্থিত ‘অমর ফ্যাশন লিমিটেড’ নামের কারখানাটির পরিচালক। তার স্বামী মোসাদ্দেক হোসেন এ কারখানার ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লার দেবীদ্বার থানার সম্পা নগর গ্রামে তার বাড়ি। তারা ইস্টার্ন হাউজিং ওই বাসায় বাস করেন।


সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, শ্রমিকদের মামলায় কারখানার পরিচালককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১০ নভেম্বর অমর ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের প্রতিনিধি শফিকুল ইসলাম এ মামলা করেন।


মামলার অভিযোগে রয়েছে, গত অগাস্ট মাস থেকে ৬৯ জন শ্রমিক অমর ফ্যাশন পোশাক কারখানায় কাজ শুরু করেন। তবে মাসের শেষে শ্রমিকরা বেতন চাইলে কারখানার কর্তৃপক্ষ মোসাদ্দেক ও মরিয়ম গড়িমসি করেন।


শ্রমিকদের দিয়ে অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত কাজ করিয়ে নেন আসামিরা। ২৬ অক্টোবর কারখানা থেকে শিপমেন্ট হওয়ার পর এই ৬৯ জন শ্রমিকের প্রায় ২১ লাখ টাকা মজুরি না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যান তারা। ফোনে যোগাযোগ করলে মোসাদ্দেক শ্রমিকদের নানাভাবে হুমকি দেন।

ads

Our Facebook Page